রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

অন্ধ হাফেজের ঘর বানিয়ে দিলেন পুলিশ সুপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে অন্ধ হাফেজের ঘর বানিয়ে দিয়েছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। যার ফলে প্রশংসায় ভাসছেন তিনি। ভয়াবহ বন্যায় হাফেজ আব্দুল মালিকের ঘরে ভেঙে গেলে নির্মাণের দায়িত্ব নেন তিনি।

বুধবার (১০ আগস্ট) হাফেজ আব্দুল মালিককে সেই ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করেন মোহাম্মদ ফরিদ উদ্দিন। এ সময় বন্যায় বিধ্বস্ত অন্ধ হাফেজ আব্দুল মালিকের ঘর দেখে মর্মাহত হোন তিনি। যার ফলে তাকে ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

অন্যদিকে, নতুন ঘর পেয়ে বেশ খুশ আব্দুল মালিক। সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এই বিষয়ে মোহাম্মাদ ফরিদ উদ্দিন বলেন, পুলিশ সব সময় মানুষের সেবায় নিয়োজিত। আমরা মানুষের জন্য ভালো কিছু করতে পারলে মনে প্রশান্তি পাই। একজন কোরআনের হাফেজকে থাকার ঘর করে দিতে পেরে ভালো লাগছে। মনে হচ্ছে সত্যিই ভালো কিছু করতে পেরেছি।

প্রসঙ্গত, মোহাম্মাদ ফরিদ উদ্দিন পদোন্নতি পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে নতুন পুলিশ সুপার সিলেটে না যুক্ত হওয়ায় এখনো সিলেটে কর্মরত রয়েছেন তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ