রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

সিলেটে পাহাড় কাটার দায়ে ৬ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন এলাকায় পাহাড় কাটার অভিযোগে ৬ জনকে ২ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১২ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) লঙ্ঘনের অপরাধে প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এসএমপির মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে জালালাবাদ থানা এলাকার তারাপুর চা বাগানের পার্শ্ববর্তী পূর্ব উপরপাড়া সাকিনস্থ টিলার পাদদেশে পাহাড় কেটে নিয়ে যাচ্ছেন- এমন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার এসআই মো. মাহাবুর আলম মণ্ডল, এসআই নিহারেন্দু তালুকদার, এএসআই মো. রেজাউল করিম, এএসআই আব্দুস সালাম অভিযান চালান। অভিযান চলাকালে হাতেনাতে পাহাড় কাটার অপরাধে ৬ জনকে আটক করেন।

পরবর্তীতে শুক্রবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত জনকে ২ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

তারা হলেন- সিলেটের জালালাবাদ থানার উপরপাড়ার পাখি মিয়ার ছেলে সুমন মিয়া (২৮), একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সামসুল মিয়া (২৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল রহিম (৩২), একই এলাকার আব্দুল মুজিবের ছেলে আজিজুল আহমেদ (৩৮), ওই এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে সাইফুল মিয়া (২৭) ও এয়ারপোর্ট থানার আলী বাহারের ছেলে বিমল গঞ্জু (২১)।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খালেদ মামুন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ