বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

দিনাজপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের ৩ মাস করে কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি>

দিনাজপুরের নবাবগঞ্জে গাঁজা সেবনের অপরাধে ৪ জনের ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডসহ প্রত্যেক জনকে ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দাউদপুর কলেজর পাশে শাহাবুল আলমের বাড়িতে গাঁজা সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার এসআই মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

পরে সেখানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড সহ ১০০ টাকা করে জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দাউদপুর এলাকার আঃ রাজ্জাকের ছেলে শাহাবুল আলম (৩০), দাউদপুর হালুয়া ঘাট এলাকার মোঃ জান্নাতুল ইসলামের ছেলে মোঃ জাহিদ ফেরদৌস (২৭), দাউদপুর মালারপাড়া এলাকার মৃত আমিনুল হকের ছেলে মোঃ ইমরান হোসেন (২৭), দাউদপুর লাউগাড়ী এলাকার মৃত আঃ ফাতড়ার ছেলে মোঃ মামুনুর রশিদ (২৭)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) কলাম ২১ অনুযায়ী আটককৃতদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা শেষে তাদের নবাবগঞ্জ থানায় নেয়া হয়। সেখান থেকে তাদের দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ