শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায়

দিনাজপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের ৩ মাস করে কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি>

দিনাজপুরের নবাবগঞ্জে গাঁজা সেবনের অপরাধে ৪ জনের ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডসহ প্রত্যেক জনকে ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দাউদপুর কলেজর পাশে শাহাবুল আলমের বাড়িতে গাঁজা সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার এসআই মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

পরে সেখানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড সহ ১০০ টাকা করে জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দাউদপুর এলাকার আঃ রাজ্জাকের ছেলে শাহাবুল আলম (৩০), দাউদপুর হালুয়া ঘাট এলাকার মোঃ জান্নাতুল ইসলামের ছেলে মোঃ জাহিদ ফেরদৌস (২৭), দাউদপুর মালারপাড়া এলাকার মৃত আমিনুল হকের ছেলে মোঃ ইমরান হোসেন (২৭), দাউদপুর লাউগাড়ী এলাকার মৃত আঃ ফাতড়ার ছেলে মোঃ মামুনুর রশিদ (২৭)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) কলাম ২১ অনুযায়ী আটককৃতদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা শেষে তাদের নবাবগঞ্জ থানায় নেয়া হয়। সেখান থেকে তাদের দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ