রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬


মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার ফুজালা সম্মেলন ২২ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আখতার ফয়জী।। চট্টগ্রামের মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার তরজে পরিচালিত মাদরাসা সমূহের প্রতিনিধি ও মেখলের প্রাক্তন ছাত্রদের ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২২ আগস্ট সোমবার, সকাল ৮ টা থেকে মুফতিয়ে আযম মুফতি ফয়জুল্লাহ রহ. প্রতিষ্ঠিত মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার তরজে পরিচালিত মাদরাসা সমূহের প্রতিনিধি ও মেখলের প্রাক্তন ছাত্রদের ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হবে।

ফুজালা সম্মেলন সফলের লক্ষ্যে আগামী ১৬ আগস্ট মঙ্গলবার বাদ আসর হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম মহানগরের অবস্থানরত মেখলের ফারেগীন ওলামা ও ছাত্রদের মাদরাসার মসজিদে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল মাদরাসার পরিচালক মাওলানা উসমান ফয়জী।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ-01817-705993

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ