রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

সুদের চাপে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে সুদের টাকা পরিশোধ করতে না পেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সুদখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আত্মহননকারী যুবকের নাম ফয়সাল আহমদ সৌরভ (২৫)। তিনি উপজেলার বালিজুরী পাতারি গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার রাতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে ওই যুবক ফেসবুকে আত্মহত্যার ঘোষণা দিয়ে সুদখোরদের দায়ী করেন। এর কিছুক্ষণ পরই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সৌরভ ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি গলায় ধরি দিলাম তুই রফিকের লাগি, আমাকে কাবু করে লাশ বানাইলি তুই ভালো থাক বেইমান, সফিকের কাছ থেকে এক লাখ টাকা সুদে আনছিলাম, তিন লাখ টাকা দেয়ার পরও এখনো সাড়ে ৩ লাখ টাকা পায়। এই রফিক আর সফিকের লাগি আত্মহত্যা করলাম। ভালো থাক আমার পরিবার। মা ফাইজা আমায় ক্ষমা করো, মা বাবা ভাই বোন আমায় ক্ষমা করো, বউ তোমাকে কিছু বলার নেই ইতি এক কাপুরুষ।’

পুলিশ ও স্বজনরা জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই যুবক নিজ বাড়ির পাশেই একটি গাছে দড়িতে ঝুলছিলেন। পরে তাকে বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, স্বজনরা রাতে বাড়ির পাশেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সৌরভকে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মরদেহ বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে এবং তার ফেসবুকে স্ট্যাটাস ও স্বজনের অভিযোগের প্রেক্ষিতে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ