বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

মহেশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায় স্কেভেটার জব্দ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু, মহেশখালী প্রতিনিধি (কক্সবাজার): কক্সবাজারে দ্বীপ উপজেলা মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটায় স্কেভেটার জব্দ করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম।

২০ আগস্ট (শনিবার) বিকেল সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার আশরাফ আলীর ঘোনায় অভিযান পরিচালনা করে মাটি কাটার একটি স্কেভেটর জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে  জানা গেছে, আশরাফ আলী ঘোনায় প্রথমে অবৈধভাবে পাহাড়ের গাছপালা কেটে বাইরে বিক্রি করা হয়। পরে একটি পাহাড়ের অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। ঐ পাহাড়ের কয়েকটি কাটা ও অর্ধ কাটা গাছ পাহাড়ের পাদদেশে পড়ে রয়েছে।

ঐ পাহাড়ী এলাকা জনৈক প্রভাবশালী লোকের দখলে রয়েছে। তার সাথে আতাত করে স্থানীয় আরেক প্রভাবশালী ব্যক্তি স্কেভেটার দিয়ে মাটি কেটে তা অন্যত্র বিক্রি করছে। পাহাড় কাটার সাথে জড়িত লোকেরা প্রভাবশালী বিধায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়কাটা অবস্থায় স্কেভেটারটি আটক করা হয়। আমরা আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় পাহাড় খেকোদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

তিনি আরও জানান, বিগত ২ মাস আগেও পাহাড় কাটার দায়ে ছোট মহেশখালীর এক ব্যাক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ