বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ময়মনসিংহে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ ও মোনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করেছে উলামা সমিতি। আজ রোববার (২১ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন স্থানে এ নামাজ অনুষ্ঠিত হয়।

উপজেলার পৌর শহরের ইমামবাড়ি মাঠ, টাংগাব ইউনিয়নের ইসমাঈল হাজি বালিকা দাখিল মাদরাসা মাঠ ও গফরগাঁও ইউনিয়নের আল্লামা আব্দুল আলীম আল হোসাইনি কমপ্লেক্স মাদরাসা মাঠে হাজার হাজার মুসল্লি নামাজে অংশ নেন।

নামাজে অংশ নেওয়া এক মুসল্লি জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে মাঠঘাট ও কৃষিজমি শুকিয়ে যাচ্ছে। যার ফলে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ জন্য আমরা নামাজ আদায় করি।

এক কৃষক বলেন, চাষাবাদ করে আমাদের পেট চলে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ায় জমি শুকিয়ে গেছে। কোনো কোনো জায়গায় বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। রোপা আমন ক্ষেত ফেটে যাচ্ছে। ধানের চারাগুলো রোদের তাপে পুড়ে যাচ্ছে। তাই আল্লাহর রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়।

দোয়া ও মোনাজাত করেছেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোছাইন আসাদী ও উপজেলা উলামা সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমান।

মাওলানা আনোয়ার হোছাইন আসাদী বলেন, বর্ষার মৌসুম শেষ। তবে বৃষ্টি না হওয়ায় হাহাকার চলছে। কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে এ নামাজ আদায় ও দোয়া মোনাজাত করা হয়।

-এসআর

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ