শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

হজরত হামনাহ বিনতে জাহাশ রা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোমান আব্দুল্লাহ

নাম ও পরিচয়: তাঁর নাম হামনাহ। তিনি জয়নব বিনতে জাহাশ রা. এর আপন বোন ছিলেন।

বিয়ে: হজরত মুসআব বিন উমাইর রা. এর সাথে তাঁর বিয়ে হয়েছিলো।

ইসলাম গ্রহণ: স্বামী মুসআব রা. এর সাথে তিনিও ইসলাম গ্রহণ করেন।

জীবনযাপন: তিনি মদিনায় হিজরতের মর্যাদা অর্জন করেছিলেন। রাসুল সা. মুহাজির ও আনসার নারী সাহাবিদের কাছ থেকে বাইয়াত গ্রহণ কালে তিনিও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। মুসনাদে আহমদ ও ইবনে সাআদ ইত্যাদি গ্রন্থে অনেক নারী সাহাবির ব্যাপারে এই বাইয়াতে অংশগ্রহণের কথা উল্লেখ আছে। উহুদ যুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন। পানি পান করানো ও আহতদের সেবাশুশ্রূষার দায়িত্ব পালন করেছিলেন।

উহুদ যুদ্ধে স্বামী মুসআব রা. শাহাদত বরণ করলে 'জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি' তালহা রা. এর সাথে তার বিয়ে হয়।

ইফকের ঘটনায় ভুলক্রমে যেসকল সাহাবি মুনাফিকদের সঙ্গ দিয়েছিলেন -তিনি তাদের একজন ছিলেন। ফাতহুল বারিতে বর্ণিত হয়েছে, তার ইচ্ছা ছিলো, আয়েশা রা. কে রাসুল সা. এর চোখে কিছুটা নিচু করে আপন বোন জয়নব রা. কে উঁচু করবেন। তবে জয়নব রা. এমন কোনো চেষ্টা করেননি।

সন্তান: হজরত তালহা রা. এর ঔরসে তার মুহাম্মদ ও ইমরান নামে দুজন ছেলে জন্মগ্রহণ করে। মুহাম্মদ রা. তিনি 'সাজ্জাদ' নামে প্রসিদ্ধ ছিলেন।

ইন্তেকাল: তার ইন্তেকালের কত হিজরিতে হয়েছিলো তার সঠিক মত জানা যায়না। তবে তিনি বোন জয়নবের ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন। যিনি ২০ হিজরিতে ইন্তেকাল করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ