বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী

শেরপুরে বৃষ্টির জন্য নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে অনাবৃষ্টি থেকে বাঁচতে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ১ নং পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি ঈদগাঁ মাঠে নামাজ আদায় করা হয়।

জানা গেছে, চলতি আমন মৌসুমে প্রায় এক মাস পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যায়।এ অবস্থায় কৃষকরা বিপাকে পড়েছেন।

এক  কৃষক বলেন, আমাদের ক্ষেতের ধান পানির অভাবে নষ্ট হয়ে গেছে। তেলের দাম বেশি, তাই সেচ দিয়ে পানি দিতে অনেক খরচ হয়। বৃষ্টি হলে খরচটা কমত। বর্ষাকালের মাঝামাঝিতেও দেখা নেই বৃষ্টির। মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এখন যদি বৃষ্টি না হয় তাহলে আমগো বড় ক্ষতি হইয়া যাবে।

নালিতাবাড়ী পৌরসভার মার্কাজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি উবায়দুর রহমান বলেন, অনাবৃষ্টির কারণে আজ আমাদের এই এলাকায় একটা বিপদ বয়ে যাচ্ছে। রোদ আর খরার কারণে কৃষকসহ সব স্তরের মানুষের মনে আজ শান্তি নেই। তাই বৃষ্টির জন্য মহান আল্লাহর রহমত কামনায় পোড়াগাঁও ইউনিয়নের ইমাম ও জনগণ শনিবার বিশেষ নামাজের আয়োজন করেছেন।

১ নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাওলানা মো. জামাল উদ্দিন বলেন, বৃষ্টি না হওয়ায় এলাকার মানুষ সেচ দিতে পারছে না। কৃষকের ধান পানির অভাবে নষ্ট হচ্ছে। আমার ইউনিয়নের ইমাম ও মুসল্লিরা নামাজের আয়োজন করেছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ