রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৬ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬


ভোলায় মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ আগস্ট) আনুমানিক ভোর ৫টায় কুঞ্জেরহাট বাজারের পশ্চিমে সাহা রোডস্থ কাজল স্টোর নামক পাইকারী মুদি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুঞ্জেরহাট জামে মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে তারা বাজারের পাশে গেলে কাজল স্টোরে আগুন দেখতে পান। প্রথমে বাজারের উপস্থিত কিছু লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসকে জানানো হয়, ফায়ার সার্ভিসের বোরহানউদ্দিন ইউনিট ও তজুমদ্দিন ইউনিট এসে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এককোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ