শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

যেভাবে কম্পিউটারে ডিলিট হওয়া তথ্য ফিরিয়ে আনবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময়ে আমরা ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ ফাইল কম্পিউটারে জমা করে রাখি। তবে আমরা অপ্রয়োজনীয় ছবি ও ফাইল ডিলিট করতে গিয়ে ভুল করে গুরুত্বপূর্ণ জিনিস ডিলিট করে ফেলি। রিসাইকেল বিন থেকেও হয়তো ক্লিন করা ফেলেছেন। আবার সফটওয়্যার করাপট হয়ে যাওয়া, ডেটা চুরি হওয়া, ভাইরাস সংক্রমণ ইত্যাদি কারণেও গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যেতে পারে। যার ফলে সমস্যায় পড়তে হয়।

আপনি চাইলে খুব সহজেই ডিলিট হওয়া সকল ছবি, ভিডিও বা ফাইল ফিরিয়ে আনতে পারবেন। উইন্ডোজের জন্য আছে অনেক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেগুলো ব্যবহার করে খুব সহজেই কাজটি করতে পারবেন।

যেভাবে কম্পিউটারে ডিলিট হওয়া তথ্য ফিরিয়ে আনবেন:

রিকুভা (Recuva): তথ্য রিস্টোর করার সবচেয়ে সহজ একটি সফটওয়্যার হলো রিকুভা। এতে অনেক উন্নত অপশন। এই সফটওয়্যারের সাহায্যে, যে কোনো হার্ড ড্রাইভ থেকে বা এক্সটার্নাল ড্রাইভ যেমন ইউএসবি ড্রাইভ, সিডি, ডিভিডি, ব্লু-রে ডিস্ক এবং মেমরি কার্ড থেকে ডেটা পুনরুদ্ধার করা যাবে। উইন্ডো থেকে মুছে ফেলা সব ফাইলও ফিরিয়ে দিতে পারে রিকুভা। এটি উইন্ডোজের সব সংস্করণে কাজ করে। আবার এটি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

ইসআস (EaseUS): ডেটা ফিরে পাওয়ার জন্য এটিও একটি ভালো সফটওয়্যার। এর জনপ্রিয়তার একটি বিশেষ কারণ হলো এটি দেখতে অনেকটা উইন্ডোজ এক্সপ্লোরারের মতো। উইন্ডোজের পাশাপাশি ম্যাকেও এটি কাজ করে। এটি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এটি দিয়ে শুধু ৫০০এমবি পর্যন্ত ডেটা পুনরুদ্ধার করা যায়।

আইবিসফট (IBeesoft): এই সফটওয়্যারটি প্রায় সব কম্পিউটার ফরম্যাট সমর্থন করে। এর সাহায্যে হার্ড ড্রাইভ, ক্যামেরা, মেমরি কার্ড জিনিসগুলোর হারানো ডেটা পুনরুদ্ধার করা যায়। ২জিবি পর্যন্ত ডেটা পুণরুদ্ধার করা যায় বিনামূল্যে। এই সফটওয়্যারটি উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইফোন সব ডিভাইসেই ব্যবহার করা যায়।

স্টেলার (Steller): এটিও একটি বিনামূল্যের সফটওয়্যার। এটি দিয়ে ১জিবি পর্যন্ত ডেটা পুনরুদ্ধার করা যায়। এটি ফাইল পুনরুদ্ধারের আগে একবার প্রিভিউ দেখায়। ফলে প্রয়োজনীয় ফাইলগুলো ফিরিয়ে নেওয়া যায় খুব সহজেই। উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের সঙ্গে কাজ করতে পারে।

সূত্র: টেক রাডার

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ