শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

শিশুকে গোসল করানোর সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিশুর গোসলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা লাগে। নিয়ম মেনে গোসল না করালে শিশু অসুস্থ হয়ে যেতে পারে। দেখা দিতে পারে জ্বর, সর্দি-কাশি ও ঠাণ্ডার সমস্যা।

শিশুকে কখনও একা রাখবেন না: গোসলের সময় আপনার শিশুকে কখনই একা রাখবেন না, এতে বিপদ হতে পারে। কারণ ছোট্ট শিশুর নিজের দিকে খেয়াল রাখার ক্ষমতা থাকে না। ফলে পানিতে গভীরতা শিশুর জন্য বিপজ্জনক হতে পারে।

ছোট গামলা ব্যবহার করুন: গোসলের করানোর গামলা বেশি বড় হলে সমস্যা হতে পারে, তাই ছোট গামলা ব্যবহার করুন। প্রথমে ঠান্ডা পানি ভরে তারপরে পরিমাণমতো গরম পানি মিশ্রিত করুন। এবার সেই পানিতে গোসল করান। শিশুকে গোসল করানোর আগে সর্বদা আপনার কনুই দিয়ে জলের তাপমাত্রা পরীক্ষা করে দেখবেন।

শিশুর মাথা ঢাকা দিন:  যেখানে বাচ্চাকে গোসল করাবেন সেই ঘরের তাপমাত্রা প্রায় ৭৫ ডিগ্রি ফারেনহাট হওয়া উচিত। গোসল করানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোয়ালে দিয়ে শিশুর গা-হাত-পা মুছে দিন। এরপর পরিষ্কার শুকনো তোয়ালে দিয়ে আপনার শিশুর মাথাটি ঢেকে দিন। মাথা ঢাকা দেওয়া গুরুত্বপূর্ণ, কারণ এইসময় তাদের মাথায় চুল কম থাকে ফলে দ্রুত ঠান্ডা লাগতে পারে। প্রথমে শিশুর শরীর এবং শেষে মাথা ধোওয়া উচিত, যাতে মাথা দীর্ঘক্ষণ ভেজা না থাকে।

খুব বেশি পানি ব্যবহার না করা: আপনার শিশুর বয়স যদি তিন মাসের কম হয়, তাহলে আপনি একদিন পর পর তাকে গোসল করাতে পারেন। গামলায় খুব বেশি পানি ভরে বা শিশুর উপর বেশি করে পানি ঢেলে গোসল করাবেন না, এতে শিশুর দম বন্ধ হয়ে যেতে পারে। যত্নের সাথে সামলানো কান বা নাকের ভেতর কোনও কিছু ঢুকিয়ে পরিষ্কার করবেন না। এতে ক্ষতি হতে পারে। যত্নের সঙ্গে কান এবং নাক পরিষ্কার করুন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ