রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৬ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬


লক্ষ্মীপুরে বাসের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের যাদৈয়া আলীম মাদরাসা এলাকায় বাসের চাপায় কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র মো. জাবের হুসাইন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবের হুসাইন টুমচর কামিল মাদরাসার কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জের মো. ইদ্রিস মাঝির ছেলে।

জানা গেছে, সোমবার দুপুরে লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন জাবের হুসাইন। এ সময় জাবেদ যাদৈয়া আলীম মাদ্রাসার কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে মারা যায় জাবের। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, যাত্রীবাহী বাসের চাপায় জাবের হুসাইন নিহত হয়েছে। তার মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে।

-এসআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ