শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৯ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন অটল বাংলাদেশের  গাজায় গণহত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল  ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই এবার নির্বাচনের রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামীও ৩ কর্মসূচি ঘোষণা করলেন কবি আল্লামা মুহিব খান মার্চ ফর গাজা" সফল করুন: খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ৫০ আসন টার্গেট করে এগোচ্ছে জমিয়ত বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন `মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করুন: বাংলাদেশ খেলাফত মজলিস

ইলিয়াস আমিনের ‘মিছে ভূবনে’ মুগ্ধ দর্শক-শ্রোতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: সঙ্গীত মানুষের হৃদয়ের খোরাক। শুদ্ধ পথের দিশারি। সুস্থ সংস্কৃতি মানুষকে টেনে নেয় সত্যের পথে, মনে করিয়ে দেয় পরকালের কথা। জনপ্রিয় নাশিদ শিল্পী ইলিয়াস আমিনের ‘মিছে ভূবন’ এমনই এক নাশিদ। মিছে ভূবনের মায়াবী সুর যেন নশ্বর এ পৃথিবীর মায়া ভুলিয়ে মানুষকে স্মরণ করিয়ে দেয়, ‘মিছে এই ভূবনে নই তো আমি চিরজীবি, চিরতরে যেতে হবে ছেড়ে ভাবনা দুনিয়াবী। চাদের আলো আর মৃদু বাতাস বইবে ঠিকই জানি, নিভে যাবে জীবনের আলো মুছে মায়া প্রীতি।’

মিছে ভূবনের রচয়িতা শারমিন ঋতু। এতে সুর তুলেছেন সাইফুল্লাহ নুর। হলি টিউন স্টুডিওতে রেকর্ড হওয়া জনপ্রিয় এ নাশিদটির সাউন্ড ডিজাইন করেছেন খিজির মুহাম্মদ। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সাঈদ আহমাদ ও মুহাম্মদ বদরুজ্জামান।

নাশিদটির কথামালা ছিল এমন:-

‘মিছে এই ভূবনে নই তো আমি চিরজীবি
চিরতরে যেতে হবে ছেড়ে ভাবনা দুনিয়াবী
চাদের আলো আর মৃদু বাতাস বইবে ঠিকই জানি
নিভে যাবে জীবনের আলো মুছে মায়া প্রীতি।

যদি আমি যাই চলে কোনকিছু না বলে
স্বরনে অশ্রু ফেলবে নাকি যাবে ভূলে
যদি করে থাকি আঘাত পেরোতে চলার পথ
ক্ষমার অতলে রেখ আমার সকল ত্রুটি।

যানি আমি হবো একা পাবোনা কারো দেখা
হৃদয় করিডোরে থাকবে কি ছবি আকা
নিঝুম গোরস্থানে বিদঘুটে কবরে
তোমার দোয়ায় প্রভূ জ্বেলে দিবেন নূরের বাতি’

জানা যায়, শিল্পী ইলিয়াস আমিনের সঙ্গীত অঙ্গনে আসা প্রয়াত সঙ্গীত গুরু মাওলানা আইনুদ্দীন আল আজাদ রহ. এর হাত ধরে। তখন থেকেই কলরবের হয়ে শিশুশিল্পী হিসেবে মঞ্চ মাতাতেন ইলিয়াস। সময়ের ব্যবধানে এখন তিনি কলরবের জনপ্রিয় শিল্পীদের একজন। তার একান্ত চাওয়া, ‘সঙ্গীতের মাধ্যমে মানুষকে চেনাতে চান ইসলামের সৌন্দর্য। সুরের ভূবনে আনতে চান শুদ্ধতার ছোঁয়া। ছড়িয়ে দিতে চান মদিনার অনিন্দ্য প্রেম।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ