শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে পাকিস্তানে হক্কানি আলেমদের সবচেয়ে বড় কনফারেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে ‘হুরমাতে সুদ সম্মেলন’ নামে পাকিস্তানে অনুষ্ঠিত হলো হক্কানি আলেমদের স্মরণকালের সবচেয়ে বড় কনফারেন্স।

গতকাল বুধবার পাকিস্তানের করাচিতে এ ‘হুরমাতে সুদ সম্মেলন’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি, কায়েদে জমিয়ত মাওলানা ফজলুর রহমান, মুফতি মুনিবুর রহমান, ক্বারী হানিফ জলন্ধরী, সুজাউদ্দিন শেখ, মাওলানা জাহিদ আল রশিদী প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফেডারেল অর্থমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, দেশে সুদ প্রথার অবসান ঘটাতে আমরা বদ্ধপরিকর।

তিনি বলেন, ইসলামী ব্যাংকিংকে প্রচলিত ব্যাংকের চেয়ে ভালো করতে হবে, ইসলামী ব্যাংকিং পণ্যকে সস্তা করতে হবে। ইসলামী ব্যাংকে টাকা রাখার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, সরকার তো ঋণ নিয়েই চলছে, ইসলামী ব্যাংকে টাকা রাখব কোথা থেকে?

বক্তৃতায় ইসহাক দার বলেন, দেশে সুদ প্রথার অবসানের দৃঢ় সংকল্প রয়েছে, তিনি সুদ নিষিদ্ধের বিষয়ে শরীয়ত আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান।

অর্থমন্ত্রী আরও বলেন, আমরা ইসলামী ব্যাংকিংয়ের জন্য প্রচেষ্টা চালিয়েছি, বিশ্বব্যাপী প্রতিটি মানুষকে ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থা জীবনের প্রয়োজনে পরিণত হয়েছে, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছ লেনদেন নিশ্চিত করা যায়, ২০ থেকে ২১ শতাংশ ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় এসেছে।

অনুষ্ঠানে মুফতি তাকি উসমানি বলেন, আমরা এ কনফারেন্সে আমন্ত্রণ জানিয়েছি। এখানে দেশের ব্যাংকার, অর্থনীতিবীদ, সব মাজহাবের উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমরা এখন থেকে ব্যাংকগুলোতে সুদি কারবার প্রতিহত করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবো। সরকার কে বলবো আপনারা নিজেরাও সুদ থেকে বাঁচুন। দেশের মানুষকেও সুদ থেকে রক্ষা করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ