বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
 মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’

বিকন পুরস্কার পেল যুক্তরাজ্যের মসজিদ প্রকল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভবিষ্যতের সেরা পরিকল্পনার জন্য ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি মসজিদ পঞ্চম ব্রিটিশ বিকন মসজিদ পুরস্কার-২০২২ জিতেছে।

বেস্ট ফিউচার মসজিদ ডিজাইন বা মসজিদের সেরা নকশা হিসেবে দ্য মদিনাত আল-জাহরা প্রজেক্ট এ পুরস্কার লাভ করে। বর্তমানে গ্রেট হর্টন এলাকার বার্টল লেনে মসজিদটির নির্মাণকাজ চলছে। তিন শর বেশি জমা হওয়া নকশার মধ্যে এ প্রজেক্টটি সেরা হিসেবে নির্বাচিত হয়।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা মিনহাজ উল কোরআন ইন্টারন্যাশনালের প্রধান প্রকল্প হিসেবে এর কাজ শুরু হয়। মসজিদের নতুন ভবনে একটি এডুকেশনাল কমপ্লেক্স, বড় মসজিদ, কমিউনিটি সেন্টার, খেলাধুলা ও বিবাহের বহুমুখী হল, ক্যাফে এবং ফুল-টাইম বোর্ডিং সুবিধা থাকবে।
মদিনাত আল-জাহরা প্রজেক্টের প্রশাসন বিভাগের প্রধান হুজাইফা আল-ইয়ামানি বলেন, ‘এ সম্মাননা শুধু আমাদের জন্য নয়; বরং তা ব্র্যাডফোর্ডের সব অধিবাসীর জন্য। এ প্রকল্পটি শুধু মুসলিমদের জন্য নয়; বরং তা একমাত্র শিক্ষার উদ্দেশ্যে কমিউনিটির সবার জন্য। ’

গত ২৬ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডন ম্যারিয়ট হিথ্রো হোটেলে পঞ্চম ব্রিটিশ বিকন মসজিদ পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সেরা মসজিদ, মাদরাসা, ইমাম, আলিমা, নারী সেবা ও স্বেচ্ছাসেবকসহ মোট ১১ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ব্রিটিশ বিকন মসজিদ পুরস্কারের বিচারক প্যানেলে ছিলেন এনসিএর প্রধান ইসমাইল আমলা, মরোক্কান ইউয়ুথের প্রধান মোনিয়া সাহার জাহিদ, মাহমুদ চানদিয়া, বাইতুল আল-তোমা, ইয়াসিন রাহিম।

এতে বেস্ট রান মসজিদ হিসেবে পরিগণিত হয় যুক্তরাজ্যের মেডেনহেড মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার। তালিকায় আরো রয়েছে ওয়ালসালের বিলাল অ্যাকাডেমি, হাউন্সলো মুসলিম সেন্টার ও লিড গ্র্যান্ড মসজিদ। প্রভাবশালী ইমাম হিসেবে ওয়ালসালের আল-ফারুক মসজিদের ইমাম ইবরাহিম ইসাকজি। তালিকায় আরো রয়েছেন আল-হায়াত ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ রিজওয়ান হুসাইন ও লন্ডন ইসলাকি কালচারাল সোসাইটির ইমাম কারি ইসহাক জাসাত। সূত্র: বিকন মসজিদ ডটকম ও দ্য টেলিগ্রাফ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ