মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপের ভর্তির আবেদন শুরু হয়েছে। আজ সোমবার (৯ জানুয়ারি) সকাল থেকে এই আবেদন শুরু হয়। চলবে সঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত।

আগামী ১২ জানুয়ারি রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ করা হবে। নিশ্চয়ন চলবে ১৩ থেকে ১৪ জানুয়ারি।

এর আগে, প্রথম ধাপে ১৩ লাখ ৫৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিলেন। এতে মনোনীত হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার ১১৪ জন শিক্ষার্থী।

এ দিকে তৃতীয় ধাপের আবেদন ১৬ জানুয়ারি ও ফলাফল প্রকাশ ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এ ধাপের নিশ্চয়ন ১৯ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, ২০২২ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১৭ লাখ ৬২ হাজার ৫০২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪ লাখ ৪ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী আবেদন করেননি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ