শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ঢাকার দক্ষিণখানের মাদরাসাতুর রহমানের ২৫ বছর পূর্তি আয়োজন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: রাজধানী ঢাকার দক্ষিণখানে অবস্থিত মাদরাসাতুর রহমান আল আরাবিয়া সরদারবাড়ী’র ২৫ বছর পূর্তি উপলক্ষে পূনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

জানা যায়, ১৯৯৭ সালের ২৮ অক্টোবর প্রতিষ্ঠিত মাদরাসাটির ২৫ বছর পুর্ণ হয় ২০২২ সালের ২৮ অক্টোবর। এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১২ জানুয়ারী) আয়োজিত হবে পূনর্মিলনী। যেখানে উপস্থিত থাকবেন গত ২৫ বছরে এখানে ইলম অর্জন করা শিক্ষার্থীরা।

মাদরাসাতুর রহমান আল আরাবিয়া’র মুহতামিম মুফতী বখতিয়ার হোসাইন সরদার বলেন, মক্তব প্রথম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত, ইবতেদাইয়াহ থেকে ধারাবাহিকভাবে দাওরায়ে হাদীস অত:পর ইফতা, নাজেরা, হিফজুল কুরআন, দৃষ্টি প্রতিবন্ধী বিভাগ (ব্রেইল পদ্ধতিতে মক্তব, কিতাবখানা ও হিফজুল কুরআন) শুরুর দিন থেকে এযাবৎ যারা যেভাবেই মাদরাসাতুর রহমান আল আরাবিয়া থেকে ইলম আহরণ করেছো সবাই এসো। যারা দ্বীনি খেদমতে নেই তাদেরও দাওয়াত। এমনকি যারা দ্বীনি লেবাসে নেই তাদেরও দাওয়াত। হৃদয়ের ভালবাসার টানে চলে এসো। তোমাদের শৈশবের মাদরাসার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে জীবনের সুন্দর একটি গল্প শোনাতে এসো। এখান থেকেই ১৩ জানুয়ারি যেতে পারবে টঙ্গির ইজতেমায়। আগের মতো চলে যাবো একসঙ্গে।

অনুষ্ঠান সূচী বিষয়ে মুফতী বখতিয়ার হোসাইন সরদার জানান, অনুষ্ঠানে সবাই যার যার পরিচয় তুলে ধরবে এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরবে। বৃহস্পতিবার সকাল ৮ টায় নাস্তার আয়োজন। ৯ টা থেকে ১২ টা পর্যন্ত পরিচিতি পর্ব এবং দুধ চা ও রং চা পর্ব । ১২ টা থেকে ২:৩০ পর্যন্ত নামাজ ও দুপুরের খাবার । ২:৩০ থেকে ইলম আহরণের পরবর্তী বিশেষ বিশেষ কারগুজারী ও পেশা বিবরণ । বাদ মাগরিব উপস্থিত বুযুর্গগণের নসীহত ও দুআ এবং রাত ৯ টায় ইশার জামাত ইশার পর খাবার ।

আগতদের জন্য দিক নির্দেশনা স্বরূপ তিনি বলেন, এসে প্রথম গার্ডের অভ্যর্থণা গ্রহণ করুন। গাইডের সঙ্গে রেজিস্ট্রেশন রুমে আসুন। রেজিস্ট্রেশন পর্ব পূর্ণ হলে আপনার জন্য প্রস্তুতকৃত সম্মাননা পত্র গ্রহণ করুন। অতঃপর গাইডের সঙ্গে অগ্রসর হোন। আপনার জন্য প্রস্তুতকৃত আপ্যায়ন গ্রহণ করুন। মজলিস গ্রহণ করুন। আপনার একটি ছোট স্মৃতিচারণ করুন। জমে বসে মজলিসের সৌন্দর্য্য বজায় রাখুন। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন ০১৫৩৬ ১৫১৬৭৩ এই নাম্বারে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ