রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন হলে সেটি প্রহসনের হবে : বুলবুল

মাথাপিছু আয় বাড়াতে নির্দেশ দিলেন সালমান এফ রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের মাথাপিছু আয় ২০৪১ সালে ১২ হাজার ডলারে উন্নীত করার ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আজ বুধবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জেলা প্রশাসক সম্মেলন থেকে বের হয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল মাথাপিছু আয় ২০৪১ সালে ১২ হাজার ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রী একটি লক্ষ্য দিয়েছেন আমাদের সামনে, সেটি হলো স্মার্ট বাংলাদেশের লক্ষ্য। আমরা জেলা প্রশাসকদের বলেছি, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করতে হলে কাজটি শুরু করতে হবে স্থানীয় পর্যায় থেকে। এ জন্য জেলা প্রশাসকদের বিশেষ ভূমিকা রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি কৃষি এবং টেকনোলজি এই দুই খাতের দিকে যদি জোর দেয়া যায়, তাহলে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করা সম্ভব।’

সালমান এফ রহমান কিছু শঙ্কার কথা উল্লেখ করে বলেন, ‘পাকিস্তান ও শ্রীলঙ্কা আমাদের অন্তত ২০ থেকে ২৫ বছর আগে এলডিসিভুক্ত দেশের তালিকা থেকে বের হয়ে আসে। কিন্তু এখন তাদের অবস্থা আমাদের চেয়েও খারাপ।’

আরও বলেন, ‘খাদ্য নিরাপত্তা এবং টেকনোলজিতে যোগ দিলে আমরা উন্নত দেশে পরিণত হতে পারি। এ জন্য সব জমি চাষাবাদের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

জেলা প্রশাসকরা জ্বালানি সংকট এবং তাদের এলাকার সামাজিক সমস্যার কথা তুলে ধরেছেন বলেও তিনি জানান।
টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ