শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৯ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন অটল বাংলাদেশের  গাজায় গণহত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল  ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই এবার নির্বাচনের রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামীও ৩ কর্মসূচি ঘোষণা করলেন কবি আল্লামা মুহিব খান মার্চ ফর গাজা" সফল করুন: খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ৫০ আসন টার্গেট করে এগোচ্ছে জমিয়ত বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন `মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করুন: বাংলাদেশ খেলাফত মজলিস

মক্কায় বাইকার ওমরাযাত্রীদের অভ্যর্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২২ দিন বাইক চালিয়ে অবশেষে মক্কায় পৌঁছেছেন ২৫ ওমরাহযাত্রী। গত (৬ জানুয়ারি) পাকিস্তানের লাহোর থেকে পথ চলা শুরু করে ক্রস রুট ক্লাব নামের দলটি। এরপর গত (২৮ জানুয়ারি) ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৌদি আরবের মক্কায় গিয়ে পৌঁছেন ওই দলের সদস্যরা। এ সময় তাঁরা ইরান ও আরব আমিরাত হয়ে যান।

আরব নিউজ সূত্রে জানা যায়, সৌদির ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মক্কায় বাইকার দলটিকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়। ওমরাহযাত্রীদের তিন মাস পর্যন্ত ভিসার মেয়াদ বৃদ্ধির ঘোষণায় এই ভ্রমণের উদ্যোগ নেয় দলটি। সৌদিতে ১৯ দিন অবস্থানকালে শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রচারে বিশেষ অবদান রাখবেন বলে জানান দলের সদস্যরা।

ওমরাযাত্রী মুহাম্মদ খান বলেন, ‘ক্রস রুট ক্লাবের সভাপতি মুকাররম তারিন এই বাইক ভ্রমণের উদ্যোগ নেন। মূলত ২০১৯ সালে আমরা বাইকে করে মক্কায় এসে ওমরাহ পালনের পরিকল্পনা করেছিলাম। করোনা মহামারির কারণে তা স্থগিত থাকে। এরপর প্রথম সুযোগেই আমরা তা লুফে নিই। সৌদি প্রবেশের পর থেকে স্থানীয়রা আমাদের অভ্যর্থনা জানিয়েছেন। সবার বন্ধুত্বপূর্ণ আচরণ ও সহযোগিতায় আমরা সবাই মুগ্ধ। পর্যটন বিকাশে সৌদির কর্মপন্থা আমাদের যাত্রাকে আরো সহজ করে দিয়েছে।’

ওমরাযাত্রী মু. সুহাইল আখতার বলেন, ‘এবারের বাইক ভ্রমণটি আমার জীবনের শ্রেষ্ঠ অ্যাডভেঞ্চারগুলোর একটি। যাত্রাপথে ইরান, আমিরাত, সৌদিসহ বিভিন্ন দেশের স্থানীয় লোকদের সঙ্গে আমাদের সাক্ষাৎ ও আলাপের সুযোগ হয়েছে। ২০০৯ সালে আমি বিমানযোগে সৌদি এসেছিলাম। কিন্তু এবার এসে এখানকার সেবা-সুবিধা দেখে অভিভূত হয়েছি।’ সৌদিতে ১৯ দিন অবস্থানের পর তাঁরা বাইকে করেই নিজ দেশে ফিরবেন। যাওয়ার পথে তাঁরা কুয়েত, ইরাক, জর্দান ও ইরান ভ্রমণ করবেন।

-টিএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ