শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ

কুকুরের কামড়ে মারা গেছে ৭০ ছাগল, আতঙ্কে গ্রামবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুুকুরের আক্রমণের শিকার হচ্ছে মানুষ, গরু, ছাগল। ইতোমধ্যে কুকুরের কামড়ে মারা গেছে অন্তত ৭০টি ছাগল। এতে আতঙ্কে রয়েছে পথচারী, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা।

জানা যায়, গত দুই মাস ধরে ৫-৬টি কুকুর পুরো গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে। ইতোমধ্যে হামলার শিকার হয়েছেন ওই গ্রামের সামসুল হক ও রফিকুল ইসলাম। কামড় দিয়েছে কয়েকটি গরুকেও।

ধামলই গ্রামের একজন বলেন, ‘কুকুরের কামড়ে আমার তিনটি ছাগল মারা গেছে। এছাড়া গ্রামের আ. রশিদের পাঁচটি, কিরণের দুইটি, সূর্যত আলীর তিনটি, নজরুল ইসলামের দুইটি, বেলায়েতের দুইটিসহ প্রায় ৭০টি ছাগল মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘কুকুরের হামলা থেকে প্রতিকারের পেতে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। তারপরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। গ্রামে ক্রমেই কুকুরের উৎপাত বাড়ছে।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান অ্যাডভোকেট আজিজুল হক বলেন, ‘ওই গ্রামের কুকুরের উৎপাতের বিষয়টি শুনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়েজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান পলাশ বলেন, ‘মহামান্য হাইকোর্টের আদেশে কুকুর মারা বন্ধ রয়েছে। বেওয়ারিশ কুকুরকে স্বাস্থ্য বিভাগ ভ্যাকসিন দিয়ে থাকে। ওই গ্রামের কুকুরগুলোকে ভ্যাকসিনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ