শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: ধ্বংসস্তূপ থেকে উদ্ধার লাখো কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো কুরআন শরীফ। ধ্বংসস্তূপ থেকে কুরআন খুঁজে-খুঁজে সংগ্রহ করছেন তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবীরা। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, ইতিহাসের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর মাঠ পর্যায়ে জরিপ চালান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এসময় ধ্বংসাবশেষের মাঝে খুঁজে পান বহু কোরআন। বেশিরভাগে পাতা পুড়ে অথবা ছিঁড়ে গেছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কুরআন মাটিতে নয় বরং হৃদয়ে রাখার বস্তু। সুতরাং, উদ্ধারকাজের সময় স্বেচ্ছাসেবীদেরও এ ব্যাপারে সহায়তার আহ্বান জানানো হয়েছে। কিছু কুরআনের অর্ধেক নিখোঁজ রয়েছে। সেগুলো সংগ্রহের পর ধীরে-ধীরে সংস্কার করা হবে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবীরা। সংগ্রহের তালিকায় বহু প্রাচীন বইও রয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ