শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১

তুর্কি দূতাবাসে আস-সিরাজ ফাউন্ডেশনের উপহার হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে জনগণের জন্য ত্রাণ সহায়তা দিয়েছে ঢাকার আস-সিরাজ ফাউন্ডেশন। উপহার হিসেবে দেওয়া উন্নতমানের কম্বল ও স্লিপিং বেড।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় তুরস্কের দূতাবাসে এ ত্রাণসামগ্রী পৌঁছে দেন ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিরা। এসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ তানভীরুল ইসলাম এবং সদস্য শরফুদ্দিন ও তানভীর আকাশ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জানান, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বের যেকোনো দেশ ও নাগরিকের জন্য আমাদের এই মানবিক উপহার একটি চলমান কার্যক্রম। ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপহার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি নাগরিকদের জন্য ভালোবাসার। মানবিক দায়বদ্ধতা থেকে এ সহায়তা দেওয়া হয়েছে।

দেশ ও বিদেশে যে কোনো মানবিক সংকট ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আস-সিরাজ ফাউন্ডেশন সারাবছর কাজ করে যায়। তুরস্কের পাশাপাশি সিরিয়ায়ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান ফাউন্ডেশনের সদস্যরা।

ফাউন্ডেশনের কার্যক্রম দেশের মধ্যে থাকলেও এবার দেশের গণ্ডি পেরিয়ে তুরস্কে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে এরই মধ্যে প্রায় ৪৭ হাজার মানুষ নিহত ও লক্ষাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৮৪ বছরের মধ্যে এতো শক্তিশালী ভূমিকম্প দেখেননি দেশটির জনগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ