শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

সৌদির পর ইস*রাইলের জন্য আকাশপথ খুলল ওমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবকে অনুসরণ করে এবার ইসরাইলি বিমানের জন্য নিজেদের আকাশপথ খুলে দিয়েছে ওমান। দেশটির পার্লামেন্ট মাত্র দু'মাসেরও কম সময় আগে ইসরাইলকে বয়কট সম্প্রসারণের পক্ষে ভোট দেয়া সত্ত্বেও এ সিদ্ধান্ত নিলো।

বৃহস্পতিবার টুইটারে সালতানাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‌'উড্ডয়নের সকল শর্ত পূরণকারী যেকোনো দেশের বিমান' ওমানের আকাশপথ ব্যবহার করতে পারবে।

বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৪৪ সালের শিকাগো কনভেনশন বাস্তবায়ন করার প্রয়াসে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওই কনভেনশনে আন্তর্জাতিক বিমান চলাচলে বেসামরিক বিমানের মধ্যে বৈষম্য না করার কথা বলা হয়েছে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন ওমানের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, 'ইসরাইলি অর্থনীতি এবং ইসরাইলি পর্যটকদের জন্য এটি একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।'

উল্লেখ্য, প্রায় ছয় মাস আগে সৌদি আরব সকল বিমানের জন্য তার আকাশপথ খুলে দেয়। এর ফলে ইসরাইলি বিমানগুলো সৌদি আরবের ওপর দিয়ে সংযুক্ত আরব আমিরাত যেতে পারে। ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে ইসরাইল। তবে ওমানের আকাশপথ উন্মুক্ত না থাকায় কিছু সমস্যা হচ্ছিল ইসরাইলি বিমানের জন্য।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, সৌদি আরব ও ওমানের ওপর দিয়ে নতুন করিডোরটির ফলে এশিয়ার অনেক গন্তব্যে যাওয়ার জন্য আগের চেয়ে অনেক কম সময় লাগবে।

ওমানের এই সিদ্ধান্তের ফলে আল আই ও আরকিয়ার মতো ইসরাইলি এয়ারলাইন্সগুলো উপকৃত হবে। তারা ভারত, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আরো বেশি সরাসরি ফ্লাইট পাঠাতে পারবে।

উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের মুম্বাইয়ে যাতায়াতে আগে যেখানে সাড়ে সাত ঘণ্টা লাগত, এখন লাগবে মাত্র পাঁচ ঘণ্টা। সূত্র : মিডল ইস্ট আই

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ