শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

মারকাযুদ দিরাসায় ৫ম সমাবর্তন, অর্ধশত শিক্ষার্থীকে সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। রাজধানীর প্রসিদ্ধ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ‘মাদানি অডিটোরিয়ামে’ সমাবর্তন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমীর সভাপতিত্বে সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন দেশের বরেণ্য আলেম ও জামিয়া রাহমানিয়া আজিজিয়ার প্রধান মুফতী হিফজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মারকাযুদ দিরাসার একান্ত হিতাকাঙ্ক্ষী আলহাজ সৈয়দ শামিম রেজা তাজু, কাজি নেয়ামাতুল ইসলাম, আলহাজ মাহফুযুল হাসান, আলহাজ রোকন সিরাজী প্রমুখ।

সদ্য সমাপ্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষে উচ্চতর ইসলামী গবেষণা অনুষদ (ইফতা) ও উচ্চতর হাদিস গবেষণা অনুষদের (উলুমুল হাদিস) প্রায় অর্ধশত শিক্ষার্থীকে সমাবর্তনে সম্মাননা দেয়া হয়।

সম্মাননা স্মারক হিসেবে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। একইসাথে প্রতিষ্ঠানটির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম-দ্বিতীয়-তৃতীয় বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মারকাযুদ দিরাসার সিনিয়র শিক্ষক মুফতী যোবায়ের খান এবং মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী সভাপতির বক্তব্যে মারকায প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও বর্তমান অবস্থা তুলে ধরেন এবং এর সেরপুরুস্তে আ’লা ও দারুল উলুম দেওবন্দের শায়খে সানী আল্লামা কমরুদ্দীন আহমাদ গৌরখপুরীর অবদানকে স্মরণ করেন।

উপস্থিত সবার উদ্দেশে দিকনির্দেশনামূলক নসীহত শেষে আখেরি মুনাজাত করেন মুফতী হিফজুর রহমান এবং এর মাধ্যমেই সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মারকাযের নাজেমে তালীমাত মুফতী রায়হান আনওয়ার, শিক্ষক মুফতী ওবায়দুল্লাহ, মুফতী কামালুদ্দীন, মুফতী ফাহাদুল ইসলাম, মুফতী আনওয়ার হুসাইন, মাওলানা হুমায়ুন কবির, হাফেজ দ্বীন ইসলাম, হাফেজ লোকমান হুসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা শামিম হোসাইন, মাওলানা শাকিব প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ