শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের দশ শহরে উন্মুক্ত ইফতার আয়োজনের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তালহা হাসান: যুক্তরাজ্যে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত সর্ববৃহৎ আয়োজন উন্মুক্ত ইফতার। এক দশকে পাঁচ লাখের বেশি মানুষ এই আয়োজনে যুক্ত হয়েছে। এখন তা যুক্তরাজ্যের মুসলমানদের জনপ্রিয় উৎসবগুলোর একটি। প্রতিষ্ঠার ১০ বছর পূর্তিতে এবার যুক্তরাজ্যের ১০টি শহরে মাসজুড়ে উন্মুক্ত ইফতার ও রমজান উৎসবের আয়োজন করছে দাতব্য সংস্থা রমজান টেন্ট প্রজেক্ট।

এরই ধারাবাহিকতায় আগামী ২৩ মার্চ ব্র্যাডফোর্ড ক্যাথেড্রালে আয়োজনের মধ্য দিয়ে উন্মুক্ত ইফতারের এই উৎসব শুরু হবে। এরপর ২৪ মার্চ লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে এবং পরদিন বিশপসগেটে অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ লন্ডনের স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ক্লাবের সহযোগিতায় উন্মুক্ত ইফতারের আয়োজন করা হবে। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে এবারই প্রথম কোনো ক্লাব এমন আয়োজন করতে যাচ্ছে।

আরও যেসব শহরে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হবে তা হলো—ব্রাইটনের হোভ অ্যালবিয়ন, শেফিল্ডের আইসল্যান্ড মিউজিয়াম, ম্যানচেস্টার ক্যাথিড্রাল, কুইন্স পার্ক রেঞ্জার্স, লন্ডনের ব্রিটিশ লাইব্রেরি, লিভারপুল ব্রডগেট, গ্রেনারি স্কয়ার, গেটসহেডের বালটিক সেন্টার, বার্মিংহাম, ক্যামব্রিজ, গ্লুচেস্টার ও কনভেনট্রি ক্যাথেড্রাল।

পবিত্র রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওমর সালহা বলেন, ‘রমজান উৎসব ও উন্মুক্ত ইফতারের মাধ্যমে গত এক দশকে পাঁচ লাখের বেশি মানুষ যুক্ত হয়েছে। পবিত্র রমজান টেন্ট প্রজেক্টের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আমরা যুক্তরাজ্যের ১০টি শহরে এ আয়োজন করতে যাচ্ছি। এতে সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের লোকদের আমন্ত্রণ।’

২০১৩ সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষার্থী ওমর সালহার নেতৃত্বে বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ইফতার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়, যা পরবর্তী সময়ে রমজান টেন্ট প্রজেক্ট হিসেবে পরিচিতি লাভ করে।

এরপর প্রতিবছর যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এই আয়োজনের পরিধি বাড়তে থাকে। এরই মধ্যে ২০টির বেশি শহরে এবং চার মহাদেশে এই সংস্থার আওতায় উন্মুক্ত ইফতার অনুষ্ঠিত হয়।

২০২২ সালে সামাজিক সংগঠন হিসেবে তা ন্যাশনাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড অর্জন করে। এর প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন ওমর সালহা।

সূত্র : রমজান টেন্ট প্রজেক্ট ওয়েবসাইট

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ