শুক্রবার, ২৩ মে ২০২৫ ।। ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না : শিবির সভাপতি প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের এনসিপির সাথে চামড়াশিল্প রক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোলা-বরিশাল সেতুর দাবিতে  ওলামা-ত্বলাবার মানববন্ধন বিভিন্ন সংস্কার কমিটির মাধ্যমে কিছু কুসংস্কার প্রস্তাবনা এসেছে: খেলাফত আন্দোলন আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর কবর জিয়ারতে শায়েখে চরমোনাই অসুস্থ জমিয়ত সহ-সভাপতিকে দেখতে হাসপাতালে গেলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ চবিতে কওমী স্টুডেন্টস নেটওয়ার্কের যাত্রা, সভাপতি আতহার নূর কাকে জুলাইয়ের গাদ্দার বললেন সাদিক কায়েম?

তেলের পাইপে লিক, কুয়েত তেল কম্পানির ‘জরুরি অবস্থা’ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন কুয়েত তেল কম্পানি ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে।

আজ সোমবার (২০ মার্চ) কম্পানিটির একটি পাইপের লিক থেকে আশেপাশে তেল ছড়িয়ে পড়ার পর এ ঘোষণা দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত বা তেল উৎপাদনে ব্যাঘাত ঘটেনি বলেও জানিয়েছে কম্পানিটি।

কম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ‘দেশের পশ্চিমে তেল লিক হওয়ার পর’ জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। কম্পানির মুখপাত্র কুসাই আল-আমেরকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘লিকের ফলে কেউ আহত হওয়ার ঘটনা ঘটেনি এবং উৎপাদন প্রভাবিত হয়নি।’ এ ছাড়া লিকটি আবাসিক এলাকায় হয়নি বলেও তিনি পরে এএফপিকে জানিয়েছেন।

কুয়েতি গণমাধ্যমের পোস্ট করা ভিডিওতে একটি বড় পাইপ থেকে প্রচুর পরিমাণে তেল লিক হতে দেখা গেছে। এ সময় পাইপটির চারপাশে প্রচুর তেল ছড়িয়ে ছিল।

আল-আমের বলেছেন, লিকের উৎস নির্ধারণ এবং ঘটনাটি তদন্ত করার জন্য একটি দল পাঠানো হয়েছে। তবে তিনি এ ঘটনার সঠিক অবস্থান জানাতে অস্বীকার করেছেন।

কুয়েতের আল রাই সংবাদপত্র টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, একটি পাইপ অনুর্বর জমিতে প্রচুর পরিমাণে তেল নিক্ষেপ করছে। এএফপি অবশ্য সেই ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি।

কুয়েত একটি প্রধান তেল উৎপাদনকারী দেশ। সেখানে সরকারের রাজস্বের প্রায় ৯০ শতাংশই আসে তেল থেকে।

অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) এই মূল সদস্য বর্তমানে প্রতিদিন প্রায় ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে।

সূত্র : এএফপি, আল অ্যারাবিয়া

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ