শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

কোরআন প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন ৮ লাখ ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাস ডেস্ক: সৌদি আরবের স্থানীয় পর্যায়ে ২৪তম বাদশাহ সালমান কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ মার্চ) রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ছেলে বিজয়ীদের পুরস্কার দেন রিয়াদের গভর্নর ফয়সাল বিন বান্দার। পরদিন মেয়ে বিজয়ীদের পুরস্কার দেন বাদশাহ সালামের স্ত্রী প্রিন্সেস ফাহদা বিনতে ফালাহ আল-হাতলিন।

আরব নিউজ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে প্রতিযোগিতার ছয় বিভাগে তিন হাজারের বেশি প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার পর চূড়ান্ত পর্বে ১০৫ প্রতিযোগী অংশ নেন। অতঃপর প্রতি বিভাগের তিনজন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের জন্য রয়েছে মোট ৩০ লাখ সৌদি রিয়াল (আট লাখ ডলার)।

প্রতিযোগিতার প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে দুই লাখ রিয়াল লাভ করেন ইয়াসির বিন খালিদ আল-রাদাদি, দ্বিতীয় স্থান অর্জন করে এক লাখ ৮৫ হাজার রিয়াল পান ফারাস বিন আহমদ মালিবারি এবং তৃতীয় স্থান অর্জন করে এক লাখ ৭০ হাজার রিয়াল পান আইউব বিন আবদুল আজিজ।

কোরআন প্রতিযোগিতার ছয়টি বিভাগ হলো- ১. তাজবিদ ও শাতেবি পদ্ধতিতে সাত কিরাতসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ, ২. তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ এবং একক শব্দের তাফসির, ৩. তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ, ৪. তাজবিদসহ কোরআনের ২০ পারা হিফজ, ৫. তাজবিদসহ ১০ পারা হিফজ, ৬. তাজবিদসহ পাঁচ পারা হিফজ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ