শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

আজ যশোরে এলেন দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। পুরো রমজান যশোরের আশরাফুল মাদারিসে ইতিকাফ করছেন শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা শায়খ ইবরাহিম আফ্রিকী। সেখানে আজ উপস্থিত হয়েছেন দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী।

আজ শনিবার সকালে তিনি যশোরের আশরাফুল মাদারিসে এসে পৌছান। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেন শরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) সতীঘাটা, সদর, যশোর মাদরাসার মুহতামিম মাওলানা নাসীরুল্লাহ। তিনি বলেন, প্রোগ্রাম শেষে আগামী কালই তিনি চলে যাবেন।

এদিকে শায়খ ইবরাহিম আফ্রিকীর ইতিকাফ ঘিরে দেশ-বিদেশের শত শত আলেম জড়ো হচ্ছেন যশোরের আশরাফুল মাদারিসে। আজ সেখানে উপস্থিত হয়েছেন ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লাম আবুল কাসেম নোমানী।

যশোরের প্রতিটি মসজিদে শায়খ ইবরাহিম আফ্রিকীর ইতিকাফকে উপলক্ষ্যে করে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে, আসন্ন পবিত্র রমাযানুল মুবারকে আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) সতীঘাটা, সদর, যশোর-মাদরাসা মসজিদে শায়েখ যাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি- এর বিশিষ্ট খলীফা ও ফকীহুল উম্মত মুফতী মাহমূদ হাসান গাঙ্গুহী রহমাতুল্লাহি আলাইহি- এর জানেশীন হযরত শায়খ ইবরাহীম আফ্রিকী দামাত বারাকাতুহুম মাসব্যাপী ইতিকাফ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ইতিকাফে আরো অংশগ্রহণ করবেন, দারুল উলুম দেওবন্দের স্বনামধন্য মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী, ডাভেল মাদরাসার মুহতামিম আল্লামা আহমাদ খানপুরী, আল্লামা রহমাতুল্লাহ কাশ্মিরী, আল্লামা ইউসুফ তাওলভী, মুফতী শফীক বেঙ্গলর, মুফতী সাবীল আহমাদ কাসেমী মাদরাজ ও মাওলানা হাসান মাহমুদ রাজিস্তানীসহ সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আরব-আমিরাত, দুবাই, আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশসহ ২০-২৫ দেশের প্রায় ৩ হাজার মুত্তাকী পরহেজগার আল্লাহ ওয়ালা আলেম ও সাধারণ শিক্ষিত দ্বীনদার ভাইয়েরা অংশগ্রহণ করবেন।

আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) সতীঘাটা, সদর, যশোর মাদরাসার মুহতামিম মাওলানা নাসীরুল্লাহ ইতিকাফে মুসল্লীগণ যেন শরীক হয়ে বুজর্গানেদ্বীনের নূরানী সোহবত লাভে ধন্য হতে পারে সে বিষয়ে সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ