বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

খেলাফত মজলিসের আমিরের মৃত্যুতে শায়খুল হাদিস মাওলানা আলী উসমানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। খেলাফত মজলিসের আমির মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী মৃত্যুতে জামিয়ার কোরআনিয়া ঝাউতলার প্রতিষ্ঠাতা মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা আলী উসমান গভীর শোক প্রকাশ করেছেন।

গত শুক্রবার (৭ এপ্রিল) ইফতারের মুহূর্তে খেলাফত মজলিসের আমীর ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের (বেফাক) সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর ইন্তিকালে গভীর শোক ও সমাবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম নায়েবে আমির ও জামিয়ার কোরআনিয়া ঝাউতলার প্রতিষ্ঠাতা মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা আলী উসমান। শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ছিলেন অত্যন্ত আদর্শবান একজন মানুষ। বেফাক শিক্ষা বোর্ডের মতো একটি গুরুপূর্ণ সংস্থা তাঁর নিরলস নেতৃত্বে দূরদর্শী পথ পাড়ি দিয়েছিল। এছাড়ও তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠার কাজে ময়দানে সক্রিয় ছিলেন। দ্বীনের প্রচার প্রসার এবং ইলমে দ্বীনের বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি মরহুম মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দু’আ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী খেলাফত মজলিসের আমির নির্বাচিত হন। এর আগে তিনি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। জানা গেছে, অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী বেফাকের দায়িত্ব নিয়েছিলেন গত ১৪৩৬ হিজরী সনের সফর মাসের ২৪ তারিখে।

এরপর ধারাবাহিক কাজের মাধ্যমে বেফাককে নিয়ে গিয়েছেন এক অন্যন্য উচ্চতায়। তিনি বেফাকের সাবেক মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী রহ. ও মাওলানা আব্দুল কুদ্দুসের সময়ে বেশ সুনামের সাথে কাজ করেছেন। এরপর বিভিন্ন জটিলতা বার্ধ্যকজনিত অসুস্থতার কারণে তিনি সেচ্ছায় বেফাক থেকে পদত্যাগও করেন।

মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ১৯৫০ সালে ১ ডিসেম্বর মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা মাওলানা আবদুন নূর শায়খে ইন্ধেশ্বরী ছিলেন প্রখ্যাত আলেম। কর্মজীবনে তিনি বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি একজন লেখকও। তার কয়েকটি বই বাজারে রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ