বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

হিজাব ছাড়া নারীদের তেহরানের মেট্রো ব্যবহারে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিজাব না পরা ইরানি নারীদের এখন থেকে তেহরানের মেট্রো ব্যবহার করতে বাধা দেওয়া হবে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টিভিতে এই খবর প্রচারিত হয়েছে। হিজাববিরোধী ব্যাপক আন্দোলনের পর কর্তৃপক্ষ ইরানি নারীদের হিজাব পরার নিয়মে আরও কড়াকড়ি আরোপ করেছে।

ইরানের রাজধানী তেহরানে নতুন হিজাব প্রয়োগকারী টিম গঠন করা হয়েছে। রাষ্ট্রীয় টিভির ফুটেজে দেখা গেছে, যেসব নারীরা হিজাব পরেননি তাদের টিকিট নিতে বাধা দিচ্ছে মেট্রো কর্মীরা।

গত সপ্তাহে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বাধ্যতামূলক হিজাব পরিধানের বিষয়ে একটি বিবৃতি দেন। এরপর থেকেই শাস্তিমূলক ব্যবস্থাগুলো প্রয়োগ করা হচ্ছে।

ইরানি কর্তৃপক্ষ হিজাব আইন কার্যকরের জন্য রাস্তায় ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে। এছাড়া বিদ্যমান ট্রাফিক ক্যামেরা সিসিটিভি ব্যবহার করে এই আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইরান ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদনে পুলিশ প্রধান আহমাদ-রেজা রাদান বলেছেন, ‘আগামী শনিবার থেকে, যারা তাদের হিজাব খুলে ফেলবে, তাদের স্মার্ট সরঞ্জাম ব্যবহার করে চিহ্নিত করা হবে।' এছাড়া যেসব নারীদের হিজাব ছাড়া দেখা যাবে, তাদের ফোনে পরিণাম সম্পর্কে সতর্কীকরণ টেক্সট বার্তা দেওয়া হবে।

এদিকে ইরানি বিচার বিভাগ জানিয়েছে, তারা হিজাব না পরার জন্য আদালতে নেওয়া নারীদের ওপর জরিমানা আরোপ করতে ইচ্ছুক। যদি হিজাব ছাড়া কোনো নারীকে গাড়ি চালাতে দেখা যায়, তবে তাদের গাড়ি জব্দ করা হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ