মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


আজ সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে আজ শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এক আবহাওয়া বুলেটিনে এ পূর্বাভাস দেয় অধিদপ্তর।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এর আগে টানা তাপপ্রবাহের পর গতকাল বিকেলে রাজধানী ঢাকার বুকে নামে স্বস্তির বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝরা এই বৃষ্টির ফলে দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা থেকে অনেকটা মুক্তি পান রাজধানীবাসী।

এবারের ঈদে বৃষ্টির বাগড়া থাকার কথা আগে থেকেই বলে আসছিল আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন তাপমাত্রাও আগের মতো বাড়তি না থাকার ইঙ্গিত দেওয়া হয়। গত বৃহস্পতিবার দেশে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার পর গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসে ৪০ দশমিক ৮ ডিগ্রিতে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ