শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

‘কে হিন্দু কে মুসলিম জানি না, জনগণের সেবক হতে চাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে চরমোনাই মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থিতা ঘোষণা করা হয়। বরিশাল সিটিতে এবার হাতপাখা প্রতীকে মেয়র পদে লড়বেন বর্তমান পীরের আপন ছোট ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

প্রার্থিতা ঘোষণার পর মুফতি ফয়জুল করিম বলেন, ‘কে হিন্দু কে মুসলিম আমি জানি না, আমি জনগণের সেবক হতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি বরিশালের মেয়র হতে চাই না, আমি বরিশালবাসীর খাদেম হতে চাই। আমি বরিশালবাসীর জন্য কী করব, তা জানি না। তবে আমি তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করব।’

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমির এবং সমর্থকদের কাছে তিনি ‘শায়খে চরমোনাই’ নামে পরিচিত। এ ছাড়া তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহসভাপতি এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২১ মে, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে এবং ভোটগ্রহণ ১২ জুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ