
| 	
        
			
							
			
			  ইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সংস্থার বৈঠক রোববার  
			
			
	
			
										প্রকাশ:
										০৯ সেপ্টেম্বর, ২০২৩,  ০৪:৩৫ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যুক্তরাষ্ট্রের দুই সংস্থার সঙ্গে আগামীকাল (রোববার) বৈঠকে বসবে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইসি কর্মকর্তারা জানান, সংস্থাটি দুটি হচ্ছে আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট)। এই দুটি সংস্থা ইসির সাথে বৈঠক করবে। সংস্থা দু’টি বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণসহ গণতান্ত্রিত চর্চার উন্নয়ন নিয়ে কাজ করে। 
 
 
 হুআ 
 
  |