
| 	
        
			
							
			
			  মুফতি মোহাম্মদ আলীর মায়ের ইন্তেকাল  
			
			
	
			
										প্রকাশ:
										০৯ সেপ্টেম্বর, ২০২৩,  ০৪:৫৩ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 
 রাজধানী ঢাকার আফতাবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বেফাকুল মাদারিসিত দ্বীনিয়া বাংলাদেশ এর মহাসচিব মুফতি মোহাম্মদ আলীর মা রাজিয়া খাতুন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৯৫ বছর। নরসিংদীর মনোহরদীতে অবস্থিত বাঘিবাড়ী গ্রামের নিজ বাড়িতে আজ সকাল ১১টায় ইন্তেকাল করেন। তিনি দুই ছেলে ও একজন মেয়ের জননী। ব্যক্তিগত জীবনে খুব দ্বীনদার ছিলেন। আজ বিকেলে ৫.৩০ মিনিটে নরসিংদীর মনোহরদীতে অবস্থিত বাঘিবাড়ী হানীফিয়া মাদরাসায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মুফতি মুহাম্মদ আলী তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। হুআ  |