
| 	
        
			
							
			
			  শিক্ষক দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে র্যালি-সেমিনার করার নির্দেশ  
			
			
	
			
										প্রকাশ:
										২৬ সেপ্টেম্বর, ২০২৩,  ১০:৪০ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে র্যালি-সেমিনার করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখার সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলনের সই করা আদেশ থেকে এসব তথ্য জানা গেছে। শিক্ষকদের প্রতি শিক্ষার্থী ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে যাতে সম্মান-শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায়, সে জন্য র্যালি-সভা-সেমিনার থেকে সচেতনতা তৈরিতে কাজ করতে হবে। নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও অংশীজনদের সাবেক-বর্তমান শিক্ষক নিয়ে র্যালি, আলোচনাসভা ও সেমিনার করতে হবে। সূত্র : বাসস টিএ/  |