
| 	
        
			
							
			
			  যেভাবেই হোক নির্বাচন হবেই: শেখ হাসিনা  
			
			
	
			
										প্রকাশ:
										১৪ অক্টোবর, ২০২৩,  ০৮:০৪ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 আওয়ামী লগের সভাপতি ও প্রধানমন্ত্রী বলেছেন, ‘যেভাবেই হোক এ দেশে নির্বাচন হবেই।’ জনগণের কল্যাণে কাজ করার অঙ্গিকার করে তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আবার ভোট দিলে আছি, ভোট না দিলে নেই। কিন্তু, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।’ শনিবার (১৪ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে বিকেলে রাজধানীর কাওলায় ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি দ্বিধাদ্বন্দ্বে ভোগে-তারা নির্বাচনে আসবে কি আসবে না। এটা খুবই স্বভাবিক। তারা নির্বাচন করবে, তাদের নেতা কে? তারা নির্বাচন করবে, তাদের প্রধানমন্ত্রী কে হবে? দুর্নীতিবাজ পালাতক আসামি, না কি সাজা প্রাপ্ত খালেদা জিয়া। এ জন্য তাদের একটাই চেষ্টা নির্বাচন বানচাল করা।’ শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন হলে তারা জানে নৌকামার্কা ভোট পাবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত্ব হবে। তাই তারা নির্বাচনকে বানচাল করতে চায়। তাই দেশবাসীকে আহ্বান করব, তারা যেন সতর্ক থাকে, বিশেষ করে ঢাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। যে করেই হোক, এ দেশে নির্বাচন হবেই।’ টিএ/  |