
| 	
        
			
							
			
			  তাকমিল শিক্ষার্থীদের জন্য জরুরি পরামর্শ-১  
			
			
	
			
										প্রকাশ:
										১২ নভেম্বর, ২০২৩,  ০৪:৫৬ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 আল্লামা আব্দুর রাজ্জাক আল-হোসাইনী 
 দাওরায়ে হাদিসের নেসাব নিয়ে একদিকে চিন্তা করলে বড় কিতাব এবং পরিমাণ ও পৃষ্ঠা অনেক। এদিক থেকে এ বিষয়টা অত্যন্ত কঠিন ধাপ মনে হয়। কিন্তু আরেক দিকে চিন্তা করলে দেখা যায়, দাওরায়ে হাদিসের সাবজেক্ট একটাই, আর সেটা হলো ইলমুল হাদিস। যদিও কিতাব প্রায় দশটির উর্ধ্বে, কিন্তু সাবজেক্ট একটা। হ্যাঁ, তবে বুখারী কিতাবের কিছু বৈশিষ্ট্য আছে, মুসলিমের কিছু বৈশিষ্ট আছে, তিরমিযি-আবু দাউদের কিছু বৈশিষ্ট আছে। এ বৈশিষ্টগুলো যদি আমরা হল করি, তাহলে ফিকহি মাসয়ালার দিক থেকে সব কিতাব প্রায় একই ধরণের। ■ সহীহুল বুখারী আওয়াল- ১। তরজমাতুল বাব :  ২। হাদিসের অনুবাদ : ৩। কঠিন শব্দের হল করা। ৪। ইখতিলাফ হল করা : ■ বুখারী সানী- সাধারণত ২য় সাময়িক পরীক্ষা কিতাবুত তাফসীর থেকে হয়ে থাকে। কিতাবুল মাগাযিরও কিছু অংশ থাকে। মাগাযির মধ্যেও তরজমাতুল বাব থাকে। উল্লেখিত আয়াত, হাদিস থাকলে তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত কী এবং হাদিসের কোন্ অংশের সাথে তরজমাতুল বাবের মুনাসাবাত তা বিশষেভাবে লিখতে হবে। আর হাদিসটা যদি কোনো যুদ্ধ সংক্রান্ত হয়, তাহলে যুদ্ধ সম্পর্কে কয়েকটি মা’লুমাত অর্জন করতে হবে। যেমন-  ■ কিতাবুত তাফসীর- এখানে তিনটা জিনিস হল করতে হবে। যথা- লেখক: মুহতামিম ও শায়খুল হাদিস , জামিয়া সওতুল হেরা বাসাবো, ঢাকা। এনএ/  |