গাজায় ৪০ সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল: সিপিজে
প্রকাশ:
১৩ নভেম্বর, ২০২৩, ১০:১৭ দুপুর
এম. মোশাররফ হোসাইন |
![]()
পশ্চিম তীরে জাতিসংঘ অফিস অভিমুখে ৭ নভেম্বর প্রতিকী কফিনবাহি এই মিছিল করেন ফিলিস্তিনি সাংবাদিকরা। সরায়েলি হামলায় ৭ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাংবাদিক-সহ ৪০ গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েল-গাজা যুদ্ধের ৩৫তম দিনে যত সাংবাদিক নিহত হয়েছেন, ১৯৯২ সালের পর আর কোথাও এত বেশি সংখ্যক সাংবাদিকের প্রাণ ঝরেনি। সারাবিশ্বের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত নিউইয়র্ক ভিত্তিক ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ তথা সিপিজে ১২ নভেম্বর উদ্বেগজনক এ তথ্য প্রকাশ করেছে। সিপিজের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর শুরু এ যুদ্ধে ১২ সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এরমধ্যে ফিলিস্তিন শাসিন গাজা এবং পশ্চিম তীরে ১১০৭০ জন এবং ইসরায়েলে ১২০০ জন। ইসরায়েলি বাহিনী স্থল পথে গাজায় অভিযান অব্যাহত রেখেছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে অবহিত করেছে, গাজায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
এনএ/ |