
| 	
        
			
							
			
			  ব্রিটেনে বাঙালি মুসলিম এমপি’র বিরুদ্ধে বিক্ষোভ  
			
			
	
			
										প্রকাশ:
										১৮ নভেম্বর, ২০২৩,  ০৪:৪৩ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 বৃটিশ পার্লামেন্টের প্রথম বাঙালি মুসলিম এমপি রুশনারা আলী। তিনি যুক্তরাজ্যের বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী। ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতি অযাচিতভাবে সহানুভূতি দেখিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন রুশনারা। তাঁকে ইসরাইলের সমর্থক উল্লেখ করে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার দাবি উঠেছে দেশটিতে। এদিকে রুশনারার দলীয় অফিসের সামনে কয়েকশো মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসময় ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে রুশনারার বিরুদ্ধেও স্লোগান দেন প্রতিবাদকারীরা। তিনি পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন ও বো আসনের এমপি। এনএ/  |