আরো চার সেনা নিহতের কথা স্বীকার করল ইসরায়েল
প্রকাশ:
১৮ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরো চার সেনা নিহতের তথ্য স্বীকার করল ইসরায়েল। এর মধ্য দিয়ে গাজায় স্থল অভিযানে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়াল ১২৬ জনে। নিহত ওই চার সেনা হলেন- উরিজা বায়ার (২০), লিয়াভ আলুশ (২১), ইতান নায়েহ (২৬) এবং তাল ফিলিবা (২৩)। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে। এনএ/ |