আজ থেকে সাত দিন আদালত বর্জনের কর্মসূচি বিএনপির
প্রকাশ:
০১ জানুয়ারী, ২০২৪, ১০:০১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
দেশের সব আদালত বর্জনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। পৃথক সংবাদ সম্মেলন করে গতকাল রবিবার এই ঘোষণা দেন দুটি সংগঠনের আইনজীবীরা।
এদিকে আদালত বর্জন কর্মসূচিকে বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতি মিলনায়তনে ‘আইন অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের বিরুদ্ধে’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির নেতারা। সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলাল লিখিত বক্তব্যে বলেন, আদালত বর্জনের কর্মসূচি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এরূপ কর্মসূচি দেওয়ার এক্তিয়ার কোনো আইনজীবী ফোরামের নেই। এরূপ কর্মসূচি বিচারপ্রার্থী মানুষের বিচার পাওয়ার অধিকারের পরিপন্থী। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ন, সাবেক সম্পাদক এস এম মুনীর, ড. বশির আহমেদসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এনএ/ |