২০২৩ সালে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪৫
প্রকাশ:
০১ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
২০২৩ সালে বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় সারা দেশে ৪৫ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে প্রায় ৭ হাজার মানুষ। গ্রেপ্তার করা হয়েছে বিশ হাজারের বেশি। রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশের সময় এই তথ্য জানায় আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
‘মানবাধিকার পরিস্থিতি ২০২৩: আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয়, এ বছর বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন ২০ জন। গত বছর এই সংখ্যা ছিল ১৯। এ বছর কারা হেফাজতে মারা গেছে ১০৫ জন, যা গত বছর ছিল ৬৫ জন। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গুমের শিকার হয়েছে ৯ জন। এর মধ্যে ৬ জনকে পরবর্তিতে গ্রেপ্তার দেখানো হয়।
সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন প্রদান করেন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল। প্রতিবেদনে ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত মানবাধিকারের বিভিন্ন বিষয়ের ওপর পরিসংখ্যানগত চিত্র তুলে ধরে সেসব বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিগত বছরের ন্যায় এ বছরও ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক নির্যাতন, সালিশ ও ফতোয়াসহ নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য সংরক্ষণ ইউনিটের পরিসংখ্যান অনুযায়ী এ বছর যৌন হয়রানি ও উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন কমপক্ষে ১৪২ জন নারী। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ১২২ জন পুরুষ। এ বছর উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন ১২ জন নারী। এ ছাড়া যৌন হয়রানির প্রতিবাদ ও উত্তক্ত্যের প্রতিবাদ করতে গিয়ে ৪ জন নারী ও ৪ জন পুরুষ খুন হয়েছেন। এনএ/ |