লেবাননে হামাসের কার্যালয়ে হামলা, শীর্ষ নেতাসহ নিহত ৪
প্রকাশ:
০৩ জানুয়ারী, ২০২৪, ০৯:৩২ সকাল
নিউজ ডেস্ক |
![]()
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েহতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। বিবিসি, আল জাজিরা, রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পরবর্তী সময়ে হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, হামলায় তাদের পলিটিক্যাল ব্যুরোর ডেপুটি প্রধান সালেহ আল-আরোরি নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি ড্রোন হামলার কারণে হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বিবিসিকে বলেছে, তারা বিদেশি মিডিয়ার প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করবে না। এনএ/
|