ব্রাজিলে মাঝ-আকাশ থেকে ভেঙে পড়ল প্লেন
প্রকাশ:
২৯ জানুয়ারী, ২০২৪, ১০:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ব্রাজিলে ছোট এটি প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে প্লেনটি বিধ্বস্ত হয়। দমকলকর্মীদের বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রতিবেশী সাও পাওলো প্রদেশের ক্যাম্পিনাস থেকে উড্ডয়নের পর এক ইঞ্জিন-বিশিষ্ট প্লেনটি মাঝ-আকাশ থেকে ভেঙে পড়ে। রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। দমকলকর্মীরা ‘প্লেনটিতে সাতজন আরোহীর মরদেহ খুঁজে পেয়েছেন’ বলেও বিভাগটি এক বিবৃতিতে বলেছে। স্থানীয়দের তোলা ছবিতে ঘাস এবং গাছে ঢাকা পাহাড়ের পাশে ভেঙে পড়ার কিছুক্ষণ পরে প্লেনের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। দেশটির সোশ্যাল নেটওয়ার্ক এবং ব্রাজিলিয়ান মিডিয়াতেও এসব ছবি প্রচারিত হয়েছে। সূত্র: সিজিটিএন, দ্য নিউজ, এনডিটিভি এনএ/ |