হামাসকে নির্মূল করা সম্ভব নয় : প্রতিবেদন
প্রকাশ:
১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৩০ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করা সম্ভব নয়। এমন তথ্যই প্রকাশ করেছে সন্ত্রাসী ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী। ইসরাইলি সামরিক গোয়েন্দাদের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চ্যানেল ১২ এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনটি প্রণয়ন করেছে আইডিএফ সামরিক গোয়েন্দাবাহিনীর গবেষণা শাখা। এতে বলা হয়েছে, গাজাবাসীর মধ্যে হামাসের “সত্যিকারের সমর্থন বহাল আছে।” যুদ্ধের পর গাজার জন্য কোনো বাস্তব পরিকল্পনা না থাকার বিষয়টি উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়, গাজা তখন গভীর সঙ্কটপূর্ণ একটি এলাকায় পরিণত হবে। সূত্র : টাইমস অব ইসরাইল এনএ/ |