রাশিয়ায় সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫
প্রকাশ:
১৩ মার্চ, ২০২৪, ০৫:৫১ সকাল
নিউজ ডেস্ক |
![]()
ইঞ্জিনে আগুন লেগে রাশিয়ার ইভানোভো অঞ্চলে সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত উড়োজাহাজটিতে ৮ জন ক্রু ও ৭ জন যাত্রীসহ মোট ১৫ জন আরোহী ছিলেন। মঙ্গলবার (১২ মার্চ) উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বলে জানিয়েছে মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একটি ইলিউশিন আইএল-৭৬ সামরিক কার্গো উড়োজাহাজ মঙ্গলবার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইভানোভো অঞ্চলে সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির একাধিক অনলাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজের ১৫ আরোহীর কেউই বেঁচে নেই। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইভানোভোর ‘‘সেভারনি’’ বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির ইঞ্জিনটি আগুন ধরে যায়। এনএ/ |