গাজায় আরো একজন ইসরায়েলি বন্দী নিহত
প্রকাশ:
২৪ মার্চ, ২০২৪, ০৫:১৩ সকাল
নিউজ ডেস্ক |
![]()
হামাসের সামরিক শাখার মুখপাত্র বলেছেন, ইসরায়েলের সৃষ্ট পরিস্থিতির কারণে গাজা উপত্যকায় আরও এক ইসরায়েলি বন্দির মৃত্যু হয়েছে। কাসসাম ব্রিগেডের মুখপাত্র জানিয়েছেন, খাদ্য ও ওষুধের অভাবে ৩৪ বছর বয়সী বেগিভ বুখাতাফের মৃত্যু হয়েছে। আবু ওবেইদা বলেন, 'আমরা আগেই সতর্ক করেছিলাম যে, শত্রু বন্দিরা আমাদের জনগণের মতো একই পরিস্থিতিতে ভুগছে: খাদ্য ও ওষুধ থেকে ক্ষুধা ও বঞ্চনা। কাসসাম ব্রিগেডস ওই বন্দির একটি ভিডিও প্রকাশ করে বার্তা দিয়েছে, 'ইসরায়েলি সেনাবাহিনীর হামলা থেকে বেঁচে গেলেও খাদ্য ও ওষুধের অভাবে রেহাই পাননি তিনি। মার্চের শুরুতে হামাস জানিয়েছিল, গাজায় আটক সাত বন্দি নিহত হয়েছে অবরুদ্ধ ছিটমহলে ইসরায়েলের বোমাবর্ষণের ফলে। এনএ/ |