ব্যাভিচারী নারীদের প্রকাশ্যে পাথর মেরে হত্যার হুঁশিয়ারি তালেবানের
প্রকাশ:
২৭ মার্চ, ২০২৪, ১২:২৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
।।তানবিরুল হক আবিদ।। আফগানিস্তানে কোনো নারী ‘ব্যাভিচারী’ হলে তাকে জনসমক্ষে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দিয়েছেন তালেবানের শীর্ষ নেতা “মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদার”। সম্প্রতি আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন তালেবানের শীর্ষ নেতা। ২০২১ সালে পুনরায় তালেবান সরকার আফগানিস্তানে ক্ষমতায় আসার পর এধরণের বেশ কিছু ইসলামি শরীয়হ আনুযায়ি আইন পাস করেছে যা বহ্যত গণতন্ত্র বিরোধি। টিএইচএ/ |