
| 	
        
			
							
			
			  বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান বাংলাদেশ খেলাফত মজলিসের  
			
			
	
			
										প্রকাশ:
										২৪ জুন, ২০২৪,  ১০:৫৪ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুন) পূর্ব লন্ডনের আল খায়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বৃটেনের শীর্ষ আলেম, দারুল উলুম ফোর্ডস্কোয়ার মাদ্রাসা লন্ডনের শায়খুল হাদীস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাওলানা ছালেহ আহমদ হামিদী, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাষ্টার মুহাম্মদ আমীর উদ্দিন আহমেদ, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আশিকুর রহমান। অন্যান্যদের বক্তব্য রাখেন লন্ডন মহানগর শাখার সহ সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান,সহ সভাপতি ইমাম মুফতী মাশহুদুর রহমান, সহ সভাপতি আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুম আহমদ,বায়তুল মাল সম্পাদক হাফিজ শরিফ আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা মুছা আহমদ চৌধুরী, সহ সমাজকল্যাণ আলহাজ্ব মুহাম্মদ বদরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ। সভায় নেতৃবৃন্দ বলেন, ঈদুল আযহার প্রকৃত শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের সবাই কে মহান আল্লাহ রাব্বুল আলামীন এর প্রিয় বন্দা হওয়ার চেষ্টা করতে হবে।জীবনের সকল কাজ একনিষ্ঠ মনে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য করতে হবে।দ্বীন ও ইসলামের প্রয়োজনে নিজেদের জান মাল দিয়ে সর্বোচ্চ ত্যাগের নাজরানা পেশ করার জন্য সব সময়ই প্রস্তুত থাকতে হবে। সভায় নেতৃবৃন্দ সিলেট, সুনামগন্জ, মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেটের বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান। কেএল/  |